
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
সোমবার বিকাল ৩টায় তাদের দুজনকে মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, আটকরা হলো মিন্টু চাকমা (৩৫) ও জিনেল চাকমা (১৭)। তারা দুজনই প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চাঁদা কালেক্টর। মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মিন্টু চাকমার নেতৃত্বে ইউপিডিএফের একটি দল নিয়মিত চাঁদাবাজি করে ব্যবসায়ীদের হয়রানী করে আসছিলো। সংবাদ পেয়ে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে।
এদিকে, স্থানীয় ইউপিডিএফ নেতা আর্জেন্ট চাকমা দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও একজনকে ‘সাধারণ মানুষ’ বলে দাবি করছেন।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, ‘বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। তবে আমাদেরকে অফিসিয়ালি এখনো জানানো হয়নি।’