রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের নিজ বাড়িতে সুরেন বিকাশ নামে একজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় রুপকারী ইউনিয়নে এ হত্যাকান্ড ঘটে।
নিহত ব্যাক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সদস্য।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ তা অস্বীকার করেছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্যসও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা দাবি করেন নিজ বাসার সামনে আমাদের কর্মীকে ইউপিডিএফ গুলি করে হত্যা করেছে।
ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বলেছেন এধরণের কাজে আমরা জড়িত থাকার প্রশ্নই ওঠেনা , এটা তাদের আন্তকোন্দলে হতে পারে।
বাঘাইছড়ি থানার অফিস ইনচার্জ আমির হোসেন বলেছেন, রুপকারী ইউনিয়নে একজনকে গুলি করে হত্যার সংবাদ পেয়েছি, দুর্গমতার কারণে পুলিশ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌছালে বিস্তারিত বলতে পারব।
এইমাত্র প্রকাশিতঃ
- কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
- ক্ষোভে শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই
- দেশীয় প্রজাতির বিলুপ্ত দেড় লাখ গাছের চারা রোপণ দক্ষিণ বন বিভাগের
- বিদ্যালয়ের গেইট পড়ে শিশু মৃত্যু; মাঠে তদন্ত কমিটি
- নানিয়ারচরে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান
- ওয়াগ্গা পাগলী পাড়া ফুকির মুরং ঝর্নায় বাড়ছে ভ্রমণপিপাসুদের ভিড়
- কাপ্তাইয়ে পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে: ইউএনও
- কাপ্তাই হ্রদে শেষ হচ্ছে মাছ আহরণের নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা