বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মাঝে কোভিড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. ইশতেখার আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, পৌর আওয়ামীলীগের সভাপতি জমির হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নুর মোহাম্মদসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।