বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১১০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এসব বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. তোফায়েল আহমেদসহ কৃষি সম্পসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, ২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক মোট ১১০০ কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক স্যার বিতরণ করা হয়েছে।