বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে আওয়ামীলীগের পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কমপ্লেক্সে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মো. জমির হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী হোসেন, সহ সভাপতি আব্দুর শুক্কুর মিঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনছুর আলী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান।
সমাবেশে বক্তারা পৌর আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ড, আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিক প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।