বাঘাইছড়ি উপজেলাতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন- বাঘাইছড়ি সার্বাতলী ইউনিয়নের শীলছড়ি গ্রামের মিল্টন চাকমা কন্যা জয়া চাকমা (৭) ও মৃত সুজয় চাকমার কন্যা এলিনা চাকমা (৮)। তারা দুই জনই কচুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্রী।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই শিশু একটি ডোবাতে নামে। ডোবার গভীরতা বেশি হওয়ার তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘ঘটনাটি আসলে দুর্ভাগ্যজনিত। দুই শিশু পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।’