রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সুনীল চাকমা সনজিত (৩০),অটল চাকমা (৩০) এবং স্মৃতি চাকমা।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বাঘাইহাটের করল্যাছড়ি এলাকায় তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা সংগঠক জুয়েল চাকমা। তিনি এই হত্যাকান্ডের জন্য নতুন ইউপিডিএফ(গনতান্ত্রিক) ও জনসংহতি সমিতি(এমএনলারমা)Ñ কে দায়ি করেছেন।
ইউপিডিএফ প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা জানিয়েছেন, ভোরে জেএসএস(সংস্কার) ও ইউপিডিএফ(গনতান্ত্রিক) এর একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসাথে থাকা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে। তিনি এই হত্যাকান্ডের জন্য সংগঠন দুটিকে দায়ি করেছেন।
বাঘাইছড়ির সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ারও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরে একটি বাসায় হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরও ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
তবে ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ (গনতান্ত্রিক) কে দায়ি করলেও অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ(গনতান্ত্রিক) এর মুখপাত্র লিটন চাকমা। তারা এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি তার।
3 Comments
আর নই প্রতিরোধ,এবার হবে প্রতিশোধ।তীব্র নিন্দা ও ধিক্কার জানাই নব্য রাজাকার জেএসএস(এম.এন.লারমা)সংস্কার পন্থী সস্ত্রশ সন্ত্রাসী সংগঠন’কে।এবং এই সস্ত্রশ সন্ত্রাসী সংগঠন জেএসএস(এম.এন.লারমা)সংস্কার পন্থীদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি।
আবার? পাহাড়ে হচ্ছেটা কিরে ভাই?
জেএসএস(এম.এন.লারমা)সংস্কার পন্থী সস্ত্রশ সন্ত্রাসী সংগঠনের প্রধান খুনী তাতিন্দ্র লাল(পেলে)চাকমা’কে গ্রেফতার করে ফাঁসি চাই।