মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি সফরে আসেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বাঘাইছড়ি পৌরসভার অর্থায়নে ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত দুইটি প্রকল্পের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন।
সোমবার বেলা ১২টায় দীপংকর তালুকদার তার সফর সঙ্গীদের নিয়ে বাঘাইছড়িতে এসে পৌঁছান। এসময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বাঘাইছড়ি সফরকালে ৯৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা সদরে কাচালং নদীর পাড় দিয়ে আরসিসি রাস্তা এবং ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে গুচ্ছ গ্রাম ব্রিজ হতে মুন্সি পাড়া নুরু মিয়ার বাড়ি পর্যন্ত আর সসি নবনির্মিত রাস্তার উদ্বোধন করা হয়েছে। পরে সন্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর শুক্কুর মিঞা. সহ-সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনসহ উপজেলা পৌর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।