বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলায় দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদরাসা ও এতিমখানা এবং বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে ৪র্থ বার্ষিক সভা ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে হামদ্ নাত কিরাত ও আযান প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত বৃহত্তর মুসলিম ব্লকে নির্মাণাধীন মডেল মসজিদ ময়দানে বার্ষিক সভা ও ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. বাহার উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে বিশেষ অতিথি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মহা পরিচালক এ এস এম হাশিম, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, উক্ত মহা সম্মেলনে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা ক্বারী আব্দুর রহিম আল-মাদানি, খতিব, বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,গাজীপুর, ঢাকা। বিশেষ ওয়ায়েজিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া সাহেব, মোহতামীম পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন জায়গায় থেকে আগত ও স্থানীয় ওলামা কেরামগণ সুমধুর কন্ঠে বয়ান করেন। এতে দুর দুরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষনের আগম ঘটে।