জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’’ স্বীকৃতি লাভ উপলক্ষে বাঘাইছড়িতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ নাদিম সরোওয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা। বাঘাইছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজিজুর রহমান জাতির জনকের ঐতিহাসিক ভাষণ স্মৃতিচারণ করেন।
আনন্দ উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, থানা অফিসার ইনর্চাজ মোঃ আমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ নুয়েন খীসা, বাঘাইছড়ি প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপদেষ্টা গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, কাচালং ডিগ্রি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র আঃ শুক্কুর মিয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, উপজেলা রিসোর্স অফিসার আবু মুছা, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ নুর মোহাম্মাদ প্রমূখ।