রাঙামাটির দুর্গম বাঘাইছড়ির উপজেলার খেদারমারা ইউনিয়নে আগুনে ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুরছড়ি বাজারের পাশে মুসলিম পাড়া এলাকায় আগুনের ঘটনাটি ঘটে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আগুন লাগে। পরে স্থানীয়রা, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাতের খবর জানা যায়নি। আগুনে মোট ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ধারণা করেন ওসি আমির হোসেন।
1 Comment
এত দেরি কেন??প্রতিবেদন তৈরিতে??