করোনাভাইরাস আপডেটবান্দরবান
বাইশারী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

দেশব্যাপি চলমান করোনা সংকটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রুখতে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। রবিবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলা থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃতে অভিযান পরিচালনা করা হয় উপজেলার বাইশারী বাজার ও খোলা মাঠে বসানো কাঁচা বাজারে।
এ সময় একটি মুদি দোকান ১ হাজার টাকা ও ২টি মোটর সাইকেলকে ২ শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুদি দোকানি ও গাড়ি চালকদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন তিনি।
অভিযান বিষয়ে ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, চলমান লকডাউনে সরকারের যাবতীয় নির্দেশনা পালন করছে কিনা মনিটরিং এর জন্য এ অভিযান। বিশেষ করে সামাজিক দূরুত্ব বজায় রাখা, মাস্ক পরা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে তারা কাজ করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।