বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে করোনা সংকটময় মূহুর্তে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের ব্যক্তি উদ্যোগে কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন নিজেই উপস্থিত থেকে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ ও ইমাম সহ ১শত কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা করেন।
ত্রান বিতরন কালে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আপনারা অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন এবং এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের কর্মহীন মধ্যবিত্তদের খুজে খুজে খাদ্য সামগ্রী বিতরণের আহবান জানান।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর জানান, দেশব্যাপি করোনা ভাইরাস আতংকে দিশেহারা। লকডাউনে বিপর্যস্থ নিম্ম মধ্যবিত্তরা। এ অবস্থায় এলাকার মানুষের দূর্দশার কথা চিন্তা করে তিনি সাধারন খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন।
তিনি বলেন- এ পর্যন্ত তিনি ৮৭৪ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। তিনি এলাকার সকল বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান।