বান্দরবান
বাইশারীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরিক্ষা ২০২১ ইংতে জিপিএ ৫ প্রাপ্ত এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় হলরুমে কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, সাবেক চেয়ারম্যান মো. নুরুল হাকিম, সাবেক সভাপতি সাহাবুদ্দিন, আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, শিক্ষক নুরুল আমিন, আবদুল লতিফ, প্রভাষক হারুন অর রশিদ রিদওয়ানুল হক, উজ্জ্বল কান্তি নাথ, আবদুল মাবুদ, সাংবাদিক আবদুল হামিদ।