‘বাংলাদেশ’ আজ বহির্বিশে^র কাছে আলোচিত একটি দেশের নাম। এদেশের অগ্রগতি, প্রবৃদ্ধি, সামাজিকসহ সার্বিক উন্নয়নে নারীদের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
‘সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সনাক ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ৮ মার্চ বিশ^ নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে রাঙামাটি পৌরসভা থেকে নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নারী উন্নয়ন মেলা ফিতা কেটে উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ বিভিন্ন নারী উদ্যোক্তা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
পরে বিকালে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিন আলম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ আরো বলেন, আমি রাঙামাটিতে নতুন এসেছি, আমার কাছে অত্র এলাকার নারীদের উন্নয়ন থাকবে প্রধান কাজ। আশা করবো আপনারা সকলে আমার কাজ করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবেন।