বাঁশি যেমন বিরহীকে পোড়ায়,
গোপনে তেমনি আজো পোড়াও?
পরিযায়ী পাখির স্বভাব যেমন,
তেমনি তুমি দশ দিগন্তে ওড়াও।
বাঁশি যেমন একা একা বাজে,
দগ্ধ মনে বাঁশির মতো বাজো।
সে সব স্মৃতিকথা সকল কাজে,
আগেও যেমন, গোপনে আজও।
গুমরে মরে হৃদয় স্মৃতির ভারে,
ক্ষমা করো,জীবন থেকে সরো।
বাশিঁর কথা আরো জটিলতরো।
বলছে যেনো-‘আমার মতোই মরো’।