রাঙামাটিলিড

বহিষ্কারই হলেন বারেক-রহিম ও ছয় বিদ্রোহী প্রার্থী

লংগদু ইউনিয়ন পরিষদ নির্বাচন

দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম এবং পাঁচ ইউনিয়নে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া ছয় নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে রাঙামাটি জেলা আওয়ামীলীগ।

জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় সোমবার সন্ধ্যায় এই সিন্ধান্ত চূড়ান্ত করা হয় বলে নিশ্চিত করেছে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।

দল থেকে অব্যাহতি পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মাইনী ইউনিয়নের মৎসজীবিলীগের যুগ্ম সাধারন সম্পাদক এরশাদ সরকার ও শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল, গুলশাখালী ইউনিয়নের ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রকিব হোসেন, বগাচত্বরের ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বোরহান উদ্দিন,ভাসাইন্যাআদামের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী এবং লংগদু সদরের উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কুলিনমিত্র চাকমা আদু।

হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, দল থেকে অব্যাহতি পাওয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য যেহেতু দলীয় মনোনয়নে হয়েছে,সেহেতু তাদের পদ বাতিলের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হবে।

তিনি জানিয়েছেন-এই বহিষ্কারের পরও যারা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবে,তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।

রাঙামাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ লংগদু উপজেলার সাত ইউনিয়নের পাঁচটিতেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন বহিষ্কৃত এই নেতারা। আগামী ৭ ফেব্রুয়ারি এই উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =

Back to top button