প্রান্ত রনি
‘টেকসই আগামীর জন্য, সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনসহ রাঙামাটির বিভিন্ন নারী ও সামাজিক সংগঠন দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। এছাড়া খাগড়াছড়ি ও বান্দরবানেও দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক হোসনে আরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় এনজিওসমূহের আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নারীনেত্রী টুকু তালুকদারসহ নারী উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জনসংহতি সমিতি সমর্থিত নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম চাকমার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, নারীনেত্রী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীসহ জনসংহতি সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।