
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণায় একটি জুমঘরে তল্লাশি চালিয়ে ১ টি শর্টগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ওই এলাকার ধনুবাগ মোড় এলাকায় ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এর নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ বিজিবি’র হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ধনুবাগ মোড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
টহলদল ওই এলাকায় একটি জুমঘর তল্লাশী করে ০১টি শর্টগান এবং ০৫ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। তবে বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ০২ জন সদস্য তাৎক্ষণিকভাবে উক্ত স্থান ত্যাগ করে পাহাড়ের আড়ালে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্রটি ও রাবার কার্তুজ বরকল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।