নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই ॥
কাপ্তাইয়ের রাইখালী এলাকায় বন্যহাতির আক্রমণে নিহত, আহত ও সম্পদ ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ অফিস কার্যালয়ে নিহতসহ ২৯ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। এরমধ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার নিহত একজনের পরিবারকে ৩ লাখ টাকা, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের আহত ৪ জনের প্রত্যেককে ১৫ হাজার ও পরিসম্পদ ক্ষতিগ্রস্ত ২৪ জনের মধ্যে ১৪ জনের প্রতিজনকে ১৫ হাজার করে প্রদান করা হয়। অবশিষ্ট ১০ জনের মধ্যে ৬ জনকে মাথাপিছু ২০ হাজার করে, একজনকে ২৫ হাজার ও তিনজনকে ১০ হাজার টাকা করে মোট ২৯ জনকে মোট ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কারিগরপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি সদস্য উচহ্লা মারমা, মংনুচিং, মামানু মারমা (সাবেক সদস্য), সদর রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন, মো. আনোয়ার হোসেন (হিসাব রক্ষক) ও ইআরটি সভাপতি রহমত উল্লাহ।