বন্ধু গিয়াস উদ্দিন আদরের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে এসএসসি ব্যাচ-২০০১। রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, রাঙামাটি জোনের সদস্য গিয়াস উদ্দিন আদর গত বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু ঘটে।
তার মৃত্যুতে শোক জানিয়েছে তাঁর বন্ধু ব্যাচ ২০০১। এক বিজ্ঞপ্তিতে ব্যাচের বন্ধুরা আদরের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একজন বন্ধুর এমন অকাল মৃত্যুতে বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।