রাঙামাটি
বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শনে মুক্তিযুদ্ধ মন্ত্রী

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার সকালে তিনি এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থাপনা ও বঙ্গবন্ধু উপগ্রহ-ভূ কেন্দ্রের সেকেন্ডারি স্টেশনের কন্ট্রোল রুম সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন পাহাড়ের সংরক্ষিত আসনে নারী সাংসদ বাসন্তি চাকমা, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্যাহ এবং স্যাটেলাইট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।