বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সম্পন্ন হলো বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা । সোমবার বিকালে উপজেলার নোয়াপতং ইউনিয়নের সোনাইসে প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ওয়াব্রাইন পাড়া ও সিক্কা কারবারী পাড়া ফুটবল দল।
টান টান উত্তেজনাকর এই খেলায় ওয়াব্রাইন পাড়া দল খেলার শেষার্ধ্বে সিক্কা কারবারী পাড়া ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে গোল্ডকাপ তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা ও পৌর কমিশনার অজিত দাশসহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা । ১লা অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টে অংশ নেয় ২৪টি দল।