বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব

নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ও বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক অনুষ্ঠান ২০২০- ২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৬৪ জেলায় একযোগে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদযাপন করেছে। রাঙামাটি পার্বত্য জেলা শব্দচাষ আবৃত্তি সংগঠন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের একমাত্র সংগঠন হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি উৎসবে ‘অন্তরে সুনন্দ পাখি’ নিবেদন করেছে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলায় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিন্তে আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. কামরুল হাছান।