‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক ত্রিদিব কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহীদুজ্জমান মহসীন রোমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী। এতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বঙ্গবন্ধুর যুদ্ধ বিধ্বস্ত দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নের লক্ষ্যে একটি সমিতি সৃষ্টি করে সবাইকে সাথে নিয়ে কাজ করা শুরু করেছিলো। যার ফলে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি দ্রুতগতিতে এগিয়ে যায়।
তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে হবে, এর জন্য সার্বিক সহযোগিতা জেলা পরিষদ করবে। তিনি আরো বলেন, আমাদের সুদ বিহীন ঋণ দেওয়ার একটি প্রকল্প ছিলো সমবায় সমিতিগুলোকে, সেটা ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত যারা ঋণ নিয়েছে তারা আজ ১৭-১৮ বছর হয়ে গেছে কোন খোঁজ খবর নেই, আমরা নোর্টিশ দিলেও কোন ধরণের সাড়া পাচ্ছি না। মনে হয় তাদের নামে মামলা করতে হবে, তাহলে সে টাকা উদ্ধার করা সম্ভব হবে। টাকাটা পেলে নতুন অন্যদেরকেও সুদ বিহীন এ ঋণ দেয়া যাবে।
সভার আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলন, বেলুন ও পায়রা উড়িয়ে সমবায় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।