
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাবেতা মডেল কলেজ শাখা। শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা,আলোচনা সভা ও কেক কাটার মধ্যমে রোববার এ জন্মদিন পালন করা হয় ।
নবগঠিত কলেজ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক ।
রাবেতা কলেজ মিলনায়তনে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিব হাসান,মো.তৈয়ব আলী,মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন প্রমূখ ।
বক্তব্য শেষে জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করেন অতিথিবৃন্দ ।
কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ,মাইনীমূখ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক আরমান খান প্রমূখ ।