রাঙামাটি
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে কাপ্তাই আওয়ামী লীগের প্রস্ততি সভা

কাপ্তাই প্রতিনিধি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে সোমবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর সভায় সভাপতিত্ব করেন। কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার আলমের সঞ্চালনায় সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকছুদুর রহমান বাবুল, সাবেক শ্রম সম্পাদক আবুল কাসেম, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাগর চক্রবর্তী, জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, কাপ্তাই উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোস্তাক আহম্মদ, কাপ্তাই উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহদুল আলম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, কাপ্তাই ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, কাপ্তাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মহিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই ইউনিয়ন সভাপতি মিন্টু দাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কাপ্তাই ইউনিয়ন কৃষক লীগ সহ-সভাপতি থোয়াই মারমা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কাপ্তাই ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি চিত্ত রন্জন দাশ, সাধারণ সম্পাদক রতন দাশ, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হুমায়ুন করিম রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ হোসেনসহ বিপুুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ৩১ মার্চের মধ্যে মুজিব বর্ষ জমকালো আয়োজনে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।