‘বঙ্গবন্ধুর জন্মদিন রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালন উপলক্ষে লংগদুতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. খোরশেদ আলম।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, ‘বঙ্গবন্ধু এমন একজন ব্যাক্তি যার ডাকে দেশের আপামর জনতা সেদিন স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। তাই আজ আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মহান এই নেতাকে আজ আমরা সকলেই শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছি। ’
শেষে অতিথিগণ বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের দুই গ্রুপের ছাত্রছাত্রীদের চিত্রাংকন ও তিন গ্রুপের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।