জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেল রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উলাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীগণ। এছাড়াও জুম এ্যাপস এর মাধ্যমে সকল উপজেলা নির্বাহী অফিসারগন যুক্ত ছিলেন।
সভায় যেসব সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় তা হলো, জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় বঙ্গবন্ধু মূরালে পুষ্পস্তবক অর্পন করা হবে সকাল সাড়ে আটটায়, তবে করোনা ভাইরাসের করণে আট দশ জনের ছোট ছোট গ্রুপ করে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তবে এবার কোন র্যালি করা হবে না, কেন্দ্রীয় ভাবে এ কর্মসূচি না রাখায় রাঙামাটিতেও এ বছর র্যালি না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সকাল দশটায় আলোচনা সভা, জেলা প্রশাসক সম্মেলন কক্ষ। বাদ আছর সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সুবিধা জনক সময়ে মন্দির, প্যাগোড়ায় বিশেষ প্রার্থনার ব্যাবসাথা করা হবে।
জেলা শিল্পকালা একাডেমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউট ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান শির্ক্ষার্থীদের সাথে ভার্চুয়াল আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করবে। ভার্চুয়াল সম্ভব না হলে স্বাস্থ্যবিধী মেনে সমাজিক দুরত্ব রক্ষা করে আলোচনা সভা করতে হবে।
কেন্দীয় ভাবে প্রদত্ত অন্যান্য কর্মসূচি সমূহ যেভাবে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব রক্ষা করে পালনের যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেভাবেই পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।