কাপ্তাই হ্রদের উপর নির্মাণাধীন রাঙামাটি ফ্রেন্ডস ক্লাব কাম কমিউনিটি সেন্টারের স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে রাঙামাটি ভূমি অফিস।
এসিল্যান্ড ফাতিমা সুলতানার সাক্ষরে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবরে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘জেলা প্রশাসক বরাবর স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তকালে দেখা যায়, বিনা অনুমতিতে তবলছড়ি এলাকার বেইন টেক্সটাইল সংলগ্ন ১ নং খতিয়ানের কাপ্তাই হ্রদের জলে ভাসা খাস জমিতে পাকা ইমারত নির্মাণ করছেন,যা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দন্ডনীয় অপরাধ।’
নোটিশে বলা হয়, ‘ নোটিশ প্রাপ্তি ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ বন্ধসহ অবৈধভাবে নির্মিত পাকা ইমারত/অবকাঠামো সরিয়ে নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে রাঙামাটির সহকারি কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা জানিয়েছেন, আমরা তাদের নোটিশ পাঠিয়েছি,সেই মোতাবেক তাদেরকে পদক্ষেপ নিতে হবে। নতুবা আইন তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে।’
প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছে ফ্রেন্ডস ক্লাবের ৭ তলা ভবন। প্রতিটি ফ্লোর প্রায় চার হাজার স্কোয়ার ফিটের এই ভবনটির জন্য জেলা পরিষদ প্রায় ৫ কোটি বরাদ্দ করেছে। নিজেদের সীমানার বাইরে গিয়ে কাপ্তাই হ্রদের উপর নির্মিত হচ্ছে এই ভবনটি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন সচেতন মানুষ।