রাঙামাটির সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকান্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। জেলা প্রশাসনের নিজস্ব পেইজে শনিবার তিনি এই অনুরোধ জানান। এতে উল্লেখ করা হয়, ‘ঐতিহ্যগতভাবে রাঙামাটিতে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের জনগণ দীর্ঘদিন যাবৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি/সংগঠন/সম্প্রদায় অন্য ব্যক্তি/সংগঠন/সম্প্রদায় সম্পর্কে নেতিবাচক, কটাক্ষপূর্ণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উস্কানিমূলক পোস্ট/মন্তব্য করছেন। এ ধরণের পোস্ট/মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে; যা অনাকাক্সিক্ষত ও একই সাথে দেশের প্রচলিত আইনে একটি গর্হিত অপরাধও বটে।’
‘সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে এ ধরণের পোস্ট/মন্তব্য থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’
2 Comments
সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ আওয়ামীলীগের মূলনীতি।
উপজাতি কিছু আইডি সেনাবাহিনী কে গালিগালাজ করে প্রায় সময়ই ।