
ঈদ জামাত নিয়ে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ায় বান্দরবানে জামায়াত নেতা মোজাম্মেল হক লিটনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে বান্দরবান শহরের বাসা থেকে আটক করে পুলিশ।
মোজাম্মেল হক লিটন বান্দরবান থেকে অনিয়মিত ভাবে প্রকাশিত ‘মাসিক বান্দরবান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
পুলিশ জানিয়েছে, মোজাম্মেল হক লিটনের বিরুদ্ধ ঈদ জামাত নিয়ে উসকানিমূলক বক্তব্য, সরকার বিরোধী তৎপরতা ও অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। গত কয়েক বছর আগে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন নিয়ে সাম্প্রদায়িক উসকানিমূলক লিফলেট প্রচার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঈদ জামাত নিয়ে উসকানিমূলক বক্তব্যের কারণে জামায়াত নেতা মোজাম্মেল হক লিটনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’