রাঙামাটিলিড

ফের প্রাণ ফিরেছে বিদ্যাপীঠে

পার্বত্য শহর রাঙামাটিতে

হেফাজত সবুজ

করোনা মহামারী তৃতীয় ঢেউয়ের কারণে দেশে ২য় দফায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ১মাস বন্ধ থাকার পর শিক্ষক-শিক্ষার্থীদের পদচারনায় ফের মুখর হয়ে উঠেছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার সকাল থেকে রাঙামাটি শহরের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করে শিক্ষার্থীরা। তাদের পদচারণার যেন ফের প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয় ক্যাম্পাসগুলো।

সকালে রাঙামাটিতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এসময়ে তারা হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করে স্কুলে মুল ফটকে উপস্থিত হয়। পরে শিক্ষকগণ তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে বিদ্যালয়ে প্রবেশ করান। দীর্ঘদিন পর বিদ্যালয়ে সহপাঠীদের পেয়ে খুশি শিক্ষার্থীরা।

দশম শ্রেণীর শিক্ষার্থী জয়িতা চাকমা বলেন, এতো দিন বাসায় অনেকটা বন্দী অবস্থা সময় পার করেছি। বন্দুদের সাথে দেকা হয়নি। হয়তো অনলাইনের ক্লাসগুলি দেখেছি। কিন্তু দেটা তো শ্রেণী কক্ষের সমান কখননি হতে পারেনা।

আরেক শিক্ষার্থী শাহিদা বলেন, আমরা করোনা টিকার ডাবল ডোজ নিয়েছি। আশা করি এখন আর বিদ্যালয় বন্ধ রাকতে হবেনা, আমরা আহের মত বিদ্যালয়ে এসে শিক্ষা গ্রহণ করতে পারবো। আর আজ প্রথম দিনেও স্যাররা অন্তরিকতার সাথে আমাদের পাঠান করছে। সব মিলিয়ে বেশ ভাল লাগছে।  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় সরকারসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে ছাত্রদের পাঠদান করতে পেরে সন্তুষ্টির কথা জানালে শিক্ষকরাও ।

রাণী দয়ামযী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপালী দেওয়ান বলেন, এই ভাল লাগার অনুভুতিটা ভাষায় পোকার করা কঠিন। এতো দিন পর প্রিয় মুখগুলোকে দেখতে পেয়ে অসম্ভব ভাল লাগছে। ক্লাস নিতে পারছি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে পারছি। এই উপলদ্ধিটা সত্যিই অসাধারণ।

শিক্ষক সজল দাশ বলেন, কোভিডের কারণে শিক্ষার অনেক ক্ষতি হয়েছে। এখন যেহেতু পুনোরায় শ্রেণী কার্যক্রক শুরু হলো তাই আমরা অতিতের ক্ষতিটা কাটিয়ে ওঠতে চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতি আলাদা নজর দিচ্ছি যাতে তার আগের মত ছন্দে ফিরে আসতে পারে।

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক রনতোষ মল্লিক বলেন, আমরা শিক্ষা বিভাগের ডিজি মহোদয়ের নির্দেশিত ২০ দফা অনুসরণ করে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু করেছি। তাছাড়া আমাদের বিদ্যালয়ের সকল সকল শিক্ষার্থী দুই ডোজ কোভিড টিকা গ্রহণ করেছে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eleven =

Back to top button