আজকাল খুব নাকি লোকজন
বেড়েছে শহরে,
তবু তারা বলে, ঘরে আছি স্বজন,
তুমিও থাকো ঘরে
আমাদের চলতি পথে অবসরে
পরিচয় প্রত্যাশী মন
মুখ ঢেকে মাক্সের আড়াল করে
ঘরে ফিরি যখন
ফেরীতে এতো ভিড়, তবে কেন
পথের পাহারা
চেহারাগুলো দেখি, সবার যেনো
প্রাণের তাড়া
আসলে সবাই বোঝে ,তবে যখন
যার পেটে জ্বালা
সে তো স্বভাবে ঘাড় ত্যাড়া তখন
অকর্ণ, কালা
পেছনে পড়ে থাকে যত সংশয়
অচেনা মৃত্যুভয়,
যখন যে ভাবে শেখায় সময়,
বেঁচে থাকা শিখে নিতে হয়।