বান্দরবানে ফুটবল খেলাকে কেন্দ্র করে মংহ্লা ওয়াই মারমা (২৬) নামে এক জনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামার পাড়ায় শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়নের লামার পাড়া মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলো বিকালে। হঠাৎ করে মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় মাঠে ফুটবল খেলতে চেয়েছিল যুবক মংহ্লা ওয়াই মারমা। তবে একি গ্রামের যুবক চসামং মারমা তাকে খেলায় নিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর খেলা শেষে সবাই বাড়িতে ফিরে যান। কিন্তু নেশাগ্রস্ত যুবকটি লাঠি নিয়ে সন্ধ্যায় আবারো খেলতে বাধাঁ দেয়া যুবকের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নেশাগ্রস্তের হাতের লাঠিটি ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করেসাফাই অং মারমা। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে নেশাগ্রস্ত যুবক মংহ্লা ওয়াই মারমা (২৬) এর মৃত্যু হয়। সে গ্রামের বাসিন্দার চসা ওয়াই মারমার ছেলে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ সাফাই অং মারমা (২৫) কে আটক করেছে পুলিশ। সে লামার পাড়া গ্রামের মংহ্লাছা মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। লাঠি দিয়ে আঘাত করা যুবককেও আটক করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়েছে।