স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়কালের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা দলের হয়ে জাতীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সাবেক ফুটবলার মিন্টু কুমার শীল পরলোকগমন করেছেন। শনিবার সকাল আটটায় রাঙামাটি সদর হাসপাতালে পরলোকগমন করেন তিনি। শনিবার রাজবাড়ী মহাশশ্মানে তার মরদেহ দাহ করা হয়।
গোলকিপার হিসেবে খুবই পরিচিত ও বিখ্যাত ছিলেন প্রয়াত মিন্টু কুমার শীল।
ফুটবলার মিন্টু শীলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা,রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থা,বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস শুক্কুর ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
Previous Articleবিএনপি নেতা আবুল হোসেন বালি’র পিতৃবিয়োগ
Next Article অন্যায় দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করা যায় না