নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
গত ১০ আগস্ট পাহাড়ের জনপ্রিয় অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ‘নাইক্ষ্যংছড়িতে বিলীনের পথে অর্ধশত বসতবাড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বাইশারী ইউনিয়নের রাজঘাট ফারিখালের বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ির নবাগত ইউএনও বেগম সালমা ফেরদৌস।
গত সোমবার বিকালে ফারিখালের ওপর রাজঘাট রাবার ড্যাম প্রকল্পের ভেঙে যাওয়া বেড়িবাঁধ, রাস্তাঘাট পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিভাগে মুঠোফোনের মাধ্যমে বিস্তারিত আলাপ করেন এবং সংশ্লিষ্ট বিভাগ বেড়িবাঁধ দ্রুত নির্মাণের আশ্বাস দেন বলে জানান। এসময় তাঁর সঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয়রা ইউএনও ও উপজেলা চেয়ারম্যানকে স্বাগত জানান।
এদিনে একইদিন দুপুরে ইউএনও বেগম সালমা ফেরদৌস বাইশারী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ১শ’ দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এছাড়া ৬৬০ পরিবারের মাঝে মাসিক ভিজিডির চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিন্দু প্রমুখ।