খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সাংবাদিকরা। বুধবার সকালে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে ও চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি নুরুচ্ছফা মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে ফজলে এলাহীকে মুক্তিসহ সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয় এতে। মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, সহ-সভাপতি জহুরুল আলম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সম্পাদক কানন আচার্য, যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, যুগান্তরের প্রতিনিধি সমির মল্লিক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল, পানছড়ি প্রেস ক্লাব সভাপতি নতুন ধন চাকমা, দীঘিনালার জীবন চৌধুরী উজ¦ল বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ফজলে এলাহীকে তার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২০ সালের সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে পৃথকভাবে দুটি মামলা করেন। পরবর্তীতে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়।