খেলার মাঠ
প্রীতি ফুটবলে জয়ী কেপিএম কলাবাগান খেলোয়াড় সমিতি

চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) মাঠে কেপিএম কলাবাগান খেলোয়াড় সমিতি ও রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা পাঠানপাড়া খেলোয়াড় সমিতির মধ্যে শুক্রবার বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কেপিএম কলাবাগান খেলোড়ায়াড় সমিতিকে ৫-০ গোলে পরাজিত করে চন্দ্রঘোনা পাঠানপাড়া খেলোয়াড় সমিতি। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় হাজার হাজার দর্শক সমাগম হয়। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
wow…that’s great