
শ্রাবণে দোহাই মেয়ে ভাদরে দোহাই,
বৃষ্টি ছাড়া আর চাওয়ার কিছু নাই।
না দিলে চিঠি মেয়ে না দিলে ঠিকানা
তােমার শহরে এসে তল্লাশি মানা।
চাঁদ যখন সুখে ঘুমোয় অঘোরে,
চন্দ্রাহতরা চায় জোছনা নামাতে।
কানে কানে বলে এক নিঠুর শহুরে,
যেন সে বলতে চায় ওদের থামাতে।
জ্যোৎস্নাও কাছ থেকে যোজন দূরে,
যার কেউ নাই তার কিসের দোহাই।
শব্দহীন পৃথিবীর প্রান্তর জুড়ে,
মধ্যরাতের সাথে দুঃখ পােহাই।
নিদাঘে শুকোয় হায় বাসনার নদী,
বিধিলিপি পাল্টে নিতে বসি অনশনে।
দর্শন বিধাতার পেয়ে যাই যদি,
ললাটে যা লেখা নেই মানে কোন জনে..