প্রতিবছরের মতো প্রাথমিক শিক্ষা বিভাগ রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যাক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা প্রকাশ করেছে।
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন, বালুখালি বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান উদ্দিন। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছেন, শুলশাখালী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা ছাবিকুন্নাহার। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়েছেন কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
শেষ্ঠ এস.এম.সি হয়েছেন, পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জিয়াউর রহমান (জুয়েল)। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হয়েছেন, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর। শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন, কাপ্তাই উপজেলার কাব লিডার ফেরদৌস আক্তার। প্রাথমিক শিক্ষা প্রশাসনের শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন, কাউখালী শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন, লংগদু উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হয়েছেন, কাউখালী উপজেলা শিক্ষা অফিসার পরিনয় চাকমা। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন, কাউখালী উপজেলার নির্বাহী অফিসার সুমনী আক্তার। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস. এম চৌধুরী।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারমান ৭ আগস্ট স্বাক্ষরিত এক চিঠিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
gd