পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও ভাষা সৈনিক জয়নাল আবেদীন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদ। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়–য়া ও সাধারণ সম্পাদক মিশু দে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
রোববার ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জয়নাল আবেদীন খান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কমরেড জয়নাল ।
তিনি ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় গোলাগুলির খবর শুনে আন্দোলনের সমর্থনে পাবনায় রাস্তায় নেমেছিলেন। স্থানীয়ভাবে শহীদ মিনার গড়েছেন। বাষট্টির শিক্ষা আন্দোলনে তাঁর ছিল অগ্রগণ্য ভূমিকা। ১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। কমিউনিস্ট পার্টির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। পরে সরকারি চাকরিতে ছিলেন দীর্ঘকাল। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ ভাষা সৈনিক।