দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে প্রশ্ন ফাঁসের কারণ, প্রভাব ও ফলাফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজনে সোমবার সকালে জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, রাঙামাটিতে কর্মরত বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সভাপতি অমলেন্দু হাওলাদার, সহ-সভাপতি মুজিবুল হক বুলবুল, ইয়েস এর পক্ষ থেকে ধারণা পত্র পাঠ করেন অন্তর সেন শুভ ।
বক্তারা প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও অভিবাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রশ্ন ফাঁস রোধে সরকারের সহায়ক হিসেবে অবদান রাখার লক্ষ্যে সনাক-টিআইবির বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।