কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন জারি করেছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মাটিরাঙ্গা উপজেলার কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের ও সাধারণ হতদরিদ্র দিনমজুরেরা। কর্মহীন হয়ে পড়ায় দুবেলা দুমুঠো ভাত জোগাড় কঠিন হয়ে পড়েছে তাদের। এদের কথা মাথায় রেখে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করেছে বিশেষ ত্রাণের ব্যবস্থা।
তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির জেলা প্রশাসকের মাধ্যমে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় হতে প্রাপ্ত খাদ্য জেলা প্রশাসকের নির্দেশে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল, দিনমজুর ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, লবণ,নগদ অর্থসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ।
সকাল থেকে বিকাল পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া, অস্বচ্ছল ও হতদ্ররিদ্র পরিবারগুলোর মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ছাড়াও ইউপি সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত থাকেন।
মাটিরাঙ্গা শ্রমজীবি, হতদরিদ্র ও নিম্নআয়ের কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল বলেন,সরকারের নির্দেশ আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে। করোনার ভাইরাসের মহামারীতে মাটিরাঙ্গা উপজেলার নি:স্ব মানুষগুলোর পাশে থাকবো। করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান জানিয়ে। সরকারী সহযোগিতার পাশাপাশি সুশীল সমাজের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ত্রাণ নয় ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ খাদ্য সহায়তা পৌছে দিতে হবে এমন মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বারবার অনুরোধের পরেও কেউ ঘরে থাকছেনা। মানুষকে ঘরে থাকার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্য তার পক্ষ থেকে উপহার পাঠিয়েছেন। সরকারের নির্দেশে মানুষের নিরাপদ ও সুরক্ষার জন্য প্রশাসন সবসময় মাঠে আছে ও থাকবে। তিনি আরো বলেন, কাউকে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়ার দরকার নেই, যদি কারো বাসায় খাবার সংকট হয়, আমরা খবর পেলে নিজেরাই গিয়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ খাদ্য সহায়তা পৌছে দিয়ে আসবো।
জানা যায়, করোনা সংকট প্রতিরোধে, জনসচেতনতা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন নিবেদিতভাবে কাজ করছেন অসহায় মানুষ গুলোর জন্য। চলমান সংকটে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ইতিমধ্যে খাগড়াছড়ির জেলা প্রশাসকের মাধ্যমে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় হতে প্রাপ্ত খাদ্য প্রাথমিকভাবে মাটিরাঙ্গা উপজেলার ১৩ হাজার দরিদ্র, অসহায় কর্মহীন পরিবারের মাঝে ১৩০ মেটিট্রন খাদ্য সামগ্রী, নগদ অর্থ ৬ লক্ষ ২৫ হাজার টাকা ও শিশু খাদ্য বাবদ ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এই দিকে আরো জানা যায়, মাটিরাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউন চলমান অবস্থায় রয়েছে। আর এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষগুলো উপজেলা নির্বাহী অফিসারের মোবাইলে সহযোগিতা চেয়ে এসএমএস করেছেন তাদেরকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ নিজ উদ্যোগে ১২০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন।