জিয়াউল জিয়া ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছে রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে শহরের পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া আক্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাওয়াল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহফুজ, সাধারণ সম্পাদক মো. মনছুর আলী এতে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে করছেন। আন্দোলনের নামে দেশরতœ শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছেন। আর আওয়ামী লীগ ঘরে বসে থাকবে এটা চিন্তার কোন কারণ নাই। রাজপথেই আপনাদের প্রতিহত করা হবে। আর রাঙামাটিতে এই ধরনের স্লোগান দিলে রাজপথে বের হতে দেওয়া হবে না।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া তার নগ্ন বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। একইসঙ্গে এ অপতৎপরতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিঘিœত করার ষড়যন্ত্র বলে প্রতীয়মান হয়।
বক্তারা আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তনিদের দোসর সাম্প্রদায়িক গোষ্ঠীর মদতদাতাদের ষড়যন্ত্র ও আস্ফালন শুরু হয়েছে। দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখনি দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্রকারীরা নানান ষড়যন্ত্রে ব্যস্ত। সমাবেশ থেকে সকলকে ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানানো হয়। একই সাথে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিে ছে তাদের এবং হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
একই সাথে জেলার লংগদু, কাপ্তাই, বাঘাইছড়িসহ উপজেলাগুলোতেও এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।