
ইয়াছিন রানা সোহেল
রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে দীপংকর তালুকদার এমপি টানা চতুর্থবারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে কাউন্সিরলদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ মুছা মাতব্বর পুনরায় নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মেয়াদে। মঙ্গলবার অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ান নিখিল কুমার চাকমা।
নিখিল কুমার চাকমা পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, ‘ কেন্দ্রীয় নেতাদের নেত্রী যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে আমি সরে দাঁড়িয়েছি এবং দীপংকর তালুকদারকে সমর্থন করেছি। কেন্দ্রীয় নেতারা বলে গেছেন,আমাদের সবাইকে সাথে নিয়ে যেনো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।’
নিখিল আরো বলেন,‘ আমাদের মধ্যে আর কোন বিরোধ বা বিরোধীতা নাই। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে কাজ করব একসাথে।’
সাধারণ সম্পাদক পদে ১৩৮ ভোট পেয়ে হাজী মোঃ মুছা মাতব্বর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাজী কামাল উদ্দিন পেয়েছেন ১০২ ভোট।
বিজয়ী মুছা মাতব্বর পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেছেন,‘ আমি আমাদের দলের সকল কাউন্সিলর,নেতাকর্মী,সমর্থক,শুভানুধ্যায়িদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তাদের সবার কাছে আমি ঋনী। তার আমার কাজের মূল্যায়ন করেছে। সবাইকে সাথে নিয়ে জননেতা দীপংকর তালুকদারের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব।’