প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসার সুবিধার্থে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে রাঙামাটির প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে একটি সিএনজি (অটোরিক্সা) প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে পরিষদ প্রাঙ্গণে প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের হাতে সিএনজি’র চাবি তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এ সময় রাঙঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।