রাঙামাটিতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে শহরের তবলছড়ি ওয়াপদা এলাকায় এই ঘটনা ঘটে। কোতয়ালী থাকার ওসি বিষয়টি নিশ্চত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মো. ফিরোজ (২৮) কে আটক করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মো. মনির হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল রাতে আমার সিএনজি (অটোরিক্সা) পর্দা ঠেকে রেখে যাই এবং সকালে বের করার সময় এলাকার শারীরিক প্রতিবন্ধী কিশোরীর সাথে ফিরোজকে আপর্তিকর অবস্থায় দেখে স্থানীয় মুরুব্বিদের খবর দি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ফিরোজকে আটক করে থানায় নিয়ে যায়।
কিশোরীর মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে নাস্তার জন্য সকালে বাজার যায়, ফেরার পথে স্থানীয় ফিরোজ নামে যুবক সিএনজি (অটোরিক্সা) ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখার পর তাকে হাতেনাতে আটক করে। আমি থানায় অভিযোগ করেছি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।