রাঙামাটির লংগদু উপজেলায় ভাসান্যাদম ইউনিয়নে পূর্ব চাইল্যাতলী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে পূর্ব চাইল্যাতলী পাহাড়ি গ্রামে কিশোরিকে ঘরে একা পেয়ে শওকত হোসেন (১৮) নামের এক যুবক ১৬ বছরের এক পাহাড়ি পতিবন্ধী কিশোরিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন গ্রামবাসী। রোববার দুপুরে ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা লংগদু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মেয়েটির পরিবার জুম চাষ করতে জুমে গেলে দুপুরে মেয়েটিকে একা পেয়ে ধর্ষন করলে পাশ্ববর্তী লোকজন মেয়েটির চিৎকার শুনে ঘটনাস্তলে উপস্থিত হয়ে ধর্ষক শওকত হোসেন দেখতে পায়। ধর্ষক শওকত পালিয়ে যাওয়ার সময় আটক করা হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ধর্ষক শওকতকে আটক করে নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান, ভিকটিমকে রাঙামাটি ভিকটিম সেন্টারে পাঠানো হয়েছে আগামীকাল সোমবার ডাক্তারি পরীক্ষা করা হবে আর সোমবারই আসামীকে আদালতে তোলা হবে। তিনি আরো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।