করোনায় বিপন্ন পার্বত্য শহর রাঙামাটিতে ৭০ জন প্রতিবন্ধির হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্হা (জাসাস) নেতাকর্মীরা। মঙ্গলবার জেলা জাসাসের সভাপতি আবুল হোসেন বালি এবং সাধারন সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের বাসায় গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এসব উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি নাসের খান,যুগ্ম সম্পাদক নুরুল আমিন নবী, জেলা যুবদল নেতা নাসিরউদ্দিন, সাজ্জাদ হোসেন রহিম, জেলা তাঁতী দলের জাহাঙ্গীর, রাঙামাটি শহর জাসাসের সভাপতি শহীদুল ইসলাম ভূট্টো,সাধারন সম্পাদক সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক সুমন।
জেলা জাসাস’র সেক্রেটারি কামাল হোসেন বলেন, সবাই সবার জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। আমরা ভেবেছি ব্যতিক্রমী কিছু করতে এবং আমাদের মনে হয়েছে এইসব প্রতিবন্ধী ভাইবোনের ত্রাণ সহায়তার বাইরে আছে হয়তো। তাই আমরা তালিকা করে করে ৭০ জনকে পেয়েছি এবং তাদের সবাইকে সহায়তা পৌঁছে দিয়েছি।’